1. live@amadernotundesh.com : আমাদের নতুন দেশ : আমাদের নতুন দেশ
  2. info@www.amadernotundesh.com : আমাদের নতুন দেশ :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া অনুষ্ঠিত সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রিতে ভোক্তার জরিমানা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এক সপ্তাহে চারটি আরসিসি রাস্তার কাজ সম্পন্ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এক সপ্তাহে চারটি আরসিসি রাস্তার কাজ সম্পন্ন কাঁচপুর সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুই ট্রাক চালকের করুণ মৃত্যু সোনারগাঁয়ে দুর্গাপূজায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের অর্থ সহায়তা সোনারগাঁয়ে শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে উপহার সামগ্রী প্রদান সোনারগাঁয়ে ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আল মোস্তফা গ্রুপের দখলবাজি: নদী-বসতভিটা গিলে খাচ্ছে.বালু ভরাটের মহাযজ্ঞ সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নে রাস্তার আরসিসি কাজের উদ্বোধন সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে পানিবন্দি ১০ গ্রামের ৩০ হাজার পরিবার

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে
  • মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অতি বর্ষণে কৃত্রিম বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেড়িবাঁধের ভেতরের ১০ টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ।

বিভিন্ন শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য মিশে সেই পানি দূষিত হয়ে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ হয়ে গেছে অনেকে কোমলমতি শিক্ষার্থীদের। বসত ঘরে পানি প্রবেশ করায় অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছে।

সরেজমিনে গেলে দেখা যায়, বেড়িবাঁধের ভেতরের পানি নিস্কাশন না হওয়ায় গত কয়েকদিনের টানা বর্ষণে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও, বাটপাড়া, কাজিপাড়া, দরগাবাড়ী, খিদিরপুর-সহ প্রায় ১০ গ্রামে দেখা দিয়েছে কৃত্রিম বন্যা।

তলিয়ে গেছে রাস্তা-ঘাট, ফসলী জমি ও বাড়ির উঠান। অনেকের ঘরের ভেতরে ঢুকে গেছে পানি। ফলে বন্দি হয়ে পড়েছে কমপক্ষে ৪০ হাজার মানুষ। বেকার হয়ে গেছেন অনেকে। বন্ধ হয়ে গেছে অনেক ছেলে মেয়ের স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাওয়া।

বৃষ্টির পানিতে বিভিন্ন শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য মিশে পানি দূষিত হয়ে যাওয়ায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এমনকি কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এতে বাড়ছে জনদূর্ভোগ। পানি নিষ্কাশনের খালগুলো বেদখল ও ভরাট হয়ে যাওয়ায় গত কয়েক বছর ধরে বৃষ্টি মৌসুম আসলেই এ অবস্থার সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা। দ্রুত এ সমস্যা থেকে মুক্তি চায় তারা।

বারগাঁও চৌধুরীপাড়ার মো. বাচ্চু মিয়া জানান, প্রতি বছর বর্ষা মৌসুম হলেই বেড়িবাঁধের মানুষ জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়ে। বাড়ি থেকে বের হতে না পেরে দরিদ্র পরিবারগুলো খাবার সংকটে পড়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, পানি নিষ্কাশনের জন্য তিনটি পাম্প রয়েছে। তার মধ্যে দুটি পাম্প অচল থাকায় পানি নিষ্কাশন না হওয়ায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত পাম্প বসানোর। পানি বন্দি যারা দরিদ্র তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট