এম হোসাইন- সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় খেলতে গিয়ে খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় মেঘনার শাখা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- উপজেলার বারদী ইউনিয়নের সালাউদ্দিনের ছেলে ইয়ামিন (৫) ও একই এলাকার শাহ আলীর মেয়ে নুসাইবা (৫)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই-বোন।
নিহত ইয়ামিনের দাদি জাহানারা বেগম বলেন, বাড়ির উঠানে তারা দুই জন খেলছিলো। এক সময় বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে খোঁজ করা হয়। পরে বাড়ির পাশের খালে একজনের মরদেহ ভেসে উঠে।
তিনি জানান, নিজে খাল থেকে ইয়ামিনের নিথর দেহ উদ্ধার করি। এর আধা ঘণ্টা পর ওই স্থান থেকে নুসাইবার মরদেহ ভেসে ওঠে।
নুসাইবার বাবা শাহ আলী বলেন, দুই জন সবসময় এক সঙ্গে খেলতো। আজকেও বাড়ির উঠানে খেলছিলো। হঠাৎ আজ এই দুর্ঘটনা ঘটলো।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পানিতে ডুবে আপন চাচাতো ভাই-বোনের মৃত্যু খবর শুনেছি। পরিবারের অভিযোগ না থাকায় স্বজনরা মরদেহ দাফন করেছেন।