এম হোসাইন-সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আধুনিক স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করল সোনারগাঁ পপুলার ডায়াগনস্টিক সেন্টার।
সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় সাহাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পার্শ্বে (২নং গেইট)সংলগ্ন, সাহাপুর এলাকায় ডায়াগনস্টিক সেন্টারটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ বলেন, “আমরা নির্ভুল পরীক্ষার মাধ্যমে সোনারগাঁবাসীকে স্বল্প খরচে সেরা স্বাস্থ্যসেবা দিতে অঙ্গীকারবদ্ধ।”
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াসিন নোবেল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাসনাইন,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মন্টু, পৌর শ্রমিকদলের আহবায়ক আবুল হোসেন, বাবুল ভূঁইয়া, রিপন ভূঁইয়া, ফালান কমিশনার, বিভিন্ন এমবি বিএস ডাক্তার, বিশিষ্ট ব্যবসায়ী শাহজালালসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগন ।
নতুন এ ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনের মাধ্যমে সোনারগাঁবাসী স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা পাবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত অতিথিরা।