মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই ওমর ফারুক ওরফে খোকা (৩২) নিহত হয়েছেন। শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাবদি গ্রামের কসাই বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের ডাবগাছ থেকে বড় ভাই আক্তার হোসেনকে না জানিয়ে ছোট ভাই খোকা ডাব পাড়েন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আক্তার হোসেনের #হাতে থাকা ছুরি দিয়ে খোকাকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। খোকার নিথর দেহ উঠোনে পড়ে থাকলে চারপাশে শোকের ছায়া নেমে আসে।
সংবাদ পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তবে ঘটনার পরপরই আক্তার হোসেন পালিয়ে যান। এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে নিহতের পরিবার ময়নাতদন্তে আপত্তি জানিয়ে দাবি করেছে, দুই ভাইয়ের হাতাহাতির একপর্যায়ে দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে এবং তাদের কোনো অভিযোগ নেই। তবে পুলিশ জানায়, আইন অনুযায়ী ময়নাতদন্ত সম্পন্ন করার পরই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরে নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।