মোঃ মাহাদ বিশেষ প্রতিনিধি মহালয়া(পঞ্চগড়)
পঞ্চগড়ে মহালয়ার সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম থেকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) মহালয়া উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উদ্দেশ্যে ‘সন্ত্রাসী’ মন্তব্য করায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।
স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই মহালয়া উপলক্ষে শহরের করতোয়া নদীর তীরে হাজারো পূর্ণার্থী সমবেত হন। এ সময় সংবাদ সংগ্রহে মাঠে থাকা কয়েকজন সাংবাদিকের সঙ্গে ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেন। ঘটনাটি উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে এবং তাৎক্ষণিকভাবে এ নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়।
পরবর্তীতে জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা বিষয়টি আমলে নিয়ে তাকে মহালয়ার সার্বিক দায়িত্ব থেকে সরিয়ে নেন। এ ঘটনায় সাংবাদিক মহলসহ সাধারণ মানুষও প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
সাংবাদিক নেতারা বলেন, একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে এমন অশোভন মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার দাবি জানান।
জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।