1. live@amadernotundesh.com : আমাদের নতুন দেশ : আমাদের নতুন দেশ
  2. info@www.amadernotundesh.com : আমাদের নতুন দেশ :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া অনুষ্ঠিত সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রিতে ভোক্তার জরিমানা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এক সপ্তাহে চারটি আরসিসি রাস্তার কাজ সম্পন্ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এক সপ্তাহে চারটি আরসিসি রাস্তার কাজ সম্পন্ন কাঁচপুর সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুই ট্রাক চালকের করুণ মৃত্যু সোনারগাঁয়ে দুর্গাপূজায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের অর্থ সহায়তা সোনারগাঁয়ে শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে উপহার সামগ্রী প্রদান সোনারগাঁয়ে ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আল মোস্তফা গ্রুপের দখলবাজি: নদী-বসতভিটা গিলে খাচ্ছে.বালু ভরাটের মহাযজ্ঞ সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নে রাস্তার আরসিসি কাজের উদ্বোধন সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সংবাদ সম্মেলন

সাংবাদিকদের উদ্দেশে অশোভন মন্তব্য, প্রশাসনের পদক্ষেপে দায়িত্ব হারালেন ম্যাজিস্ট্রেট

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ মাহাদ বিশেষ প্রতিনিধি মহালয়া(পঞ্চগড়)

পঞ্চগড়ে মহালয়ার সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম থেকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) মহালয়া উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উদ্দেশ্যে ‘সন্ত্রাসী’ মন্তব্য করায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।

স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই মহালয়া উপলক্ষে শহরের করতোয়া নদীর তীরে হাজারো পূর্ণার্থী সমবেত হন। এ সময় সংবাদ সংগ্রহে মাঠে থাকা কয়েকজন সাংবাদিকের সঙ্গে ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেন। ঘটনাটি উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে এবং তাৎক্ষণিকভাবে এ নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়।

পরবর্তীতে জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা বিষয়টি আমলে নিয়ে তাকে মহালয়ার সার্বিক দায়িত্ব থেকে সরিয়ে নেন। এ ঘটনায় সাংবাদিক মহলসহ সাধারণ মানুষও প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

সাংবাদিক নেতারা বলেন, একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে এমন অশোভন মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার দাবি জানান।

জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট