মোঃ হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাচানী গ্রামে বজ্রপাতে সিরাজ মিয়া (৫০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাচানী গ্রামের মাঠে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজ মিয়া ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মূলত কৃষিকাজের ওপর নির্ভরশীল ছিলেন এবং স্থানীয়ভাবে পরিশ্রমী কৃষক হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে নিজ গ্রামের মাঠে সবজি তুলছিলেন সিরাজ মিয়া। হঠাৎ করে আকাশ মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ঝড়-বৃষ্টি। এক পর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে সিরাজ মিয়া নামের এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে হঠাৎ এ মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামবাসীরা বলেন, প্রতিদিনের মতো মাঠে কাজ করতে গিয়েছিলেন সিরাজ মিয়া। এমন অঘটনে পরিবারের ওপর নেমে এসেছে গভীর দুঃখ-ভারাক্রান্ত পরিস্থিতি।
উল্লেখ্য, বর্ষাকালীন সময়ে বজ্রপাতের ঘটনা বেড়ে যায় এবং প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে থাকে। প্রশাসন ও বিশেষজ্ঞরা কৃষকসহ সাধারণ মানুষকে বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ না করার পরামর্শ দিয়ে আসছেন।