মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ(নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও এলাকায় অবস্থিত বটতলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ থেকে ৩৫টি দোকান উচ্ছেদ করা হলেও স্থানীয় বিএনপি নেতা মোশাররফের একটি দোকান অক্ষত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রায় দুই মাস আগে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ভেঙে দেওয়া হয়। এসময় অন্তত ৩৩টি দোকান গুড়িয়ে দেওয়া হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে মোশাররফের দোকানটি রক্ষা করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। এতে সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের দোকানগুলো ভেঙে দেওয়া হলো, অথচ কান্দাপাড়ার বিএনপির মোশাররফের দোকান অক্ষত রইল। এটা কি ন্যায়বিচার?”
এলাকাবাসীর অভিযোগ, কান্দাপাড়ার মোশাররফ এবং বটতলা বাজার এলাকার তার বোনজামাই জলিলের ছেলে কাশেম দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের জায়গা দখল ও হয়রানি চালিয়ে আসছে। স্থানীয়রা অভিযোগ করেন, তারা বটতলা বাজারকে নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করে সাধারণ ব্যবসায়ীদের ওপর নানা অত্যাচার চালাচ্ছেন।
এ বিষয়ে সোনারগাঁ বিএনপির কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, মোশাররফ একসময় অধ্যাপক রেজাউল করিমের অনুসারী ছিলেন। তবে বর্তমানে তার খারাপ আচরণ ও কার্যকলাপের কারণে কেউ তাকে গুরুত্ব দেয় না।
ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর একটাই দাবি—সরকারি জায়গায় গড়ে ওঠা বিএনপি নেতা মোশাররফের দোকানটি দ্রুত ভেঙে ফেলা হোক।