মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে (বুধবার)শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিতে বিভিন্ন পূজামণ্ডপে উপহার সামগ্রী বিতরণ করেছেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে এ ইয়াছিন নোবেল।
তিনবারের সাবেক সফল সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের পক্ষ থেকে বুধবার (সপ্তমী) তিনি বৈদ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজারীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় তিনি বৈদ্যেরবাজার, আনন্দ বাজার, খংসারদী, নগর জোয়ার, নগরপুর, মামরকপুর ও হামছাদিসহ ইউনিয়নের একাধিক পূজামণ্ডপে যান। সেখানে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরে বলেন—
“শারদীয় দুর্গাপূজা আজ আর শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এ উৎসবের মাধ্যমে আমরা সবাই মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অটুট বন্ধন গড়ে তুলতে চাই।”
এ সময় বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া পূজা উদযাপন কমিটির সদস্যরাও উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান।
নূরে এ ইয়াছিন নোবেল আরও বলেন, “আমরা সবাই বাঙালি, সবাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। ধর্ম যার যার, উৎসব সবার—এই মূলমন্ত্র ধারণ করেই আমরা চাই সকল ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করুক।”
স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও এ ধরনের সামাজিক কার্যক্রম ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কাছে প্রশংসিত হবে।