1. live@amadernotundesh.com : আমাদের নতুন দেশ : আমাদের নতুন দেশ
  2. info@www.amadernotundesh.com : আমাদের নতুন দেশ :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া অনুষ্ঠিত সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রিতে ভোক্তার জরিমানা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এক সপ্তাহে চারটি আরসিসি রাস্তার কাজ সম্পন্ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এক সপ্তাহে চারটি আরসিসি রাস্তার কাজ সম্পন্ন কাঁচপুর সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুই ট্রাক চালকের করুণ মৃত্যু সোনারগাঁয়ে দুর্গাপূজায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের অর্থ সহায়তা সোনারগাঁয়ে শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে উপহার সামগ্রী প্রদান সোনারগাঁয়ে ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আল মোস্তফা গ্রুপের দখলবাজি: নদী-বসতভিটা গিলে খাচ্ছে.বালু ভরাটের মহাযজ্ঞ সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নে রাস্তার আরসিসি কাজের উদ্বোধন সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সংবাদ সম্মেলন

চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এক সপ্তাহে চারটি আরসিসি রাস্তার কাজ সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসাইন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করেছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজ্বী আব্দুল্লাহ আল মামুন। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এক সপ্তাহের ব্যবধানে চারটি আরসিসি রাস্তার কাজ সম্পন্ন করে তিনি প্রমাণ করেছেন—কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করা যায়।

এরই ধারাবাহিকতায় হাড়িয়া গাবতলী এলাকার নাসির উদ্দিন নাসু মেম্বারের বাড়ি থেকে জামানের বাড়ি পর্যন্ত ১০০ মিটার দীর্ঘ আরসিসি রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করেন চেয়ারম্যান হাজ্বী আব্দুল্লাহ আল মামুন। একই দিনে আনন্দ বাজার ৯নং ওয়ার্ডের নেহেল এর বাড়ি থেকে নুরুল ইসলামের বাড়ি পর্যন্ত আরও ৫০ মিটার রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন, হাড়িয়া গাবতলী এলাকার মুরুব্বি মোঃ আনোয়ার হোসেন, মোঃ শফিকুল, মোঃ হোসেন আলী এবং আনন্দ বাজার ৯নং ওয়ার্ড এলাকার হাজ্বী কাইয়ুম, সিরাজ, আঃ কাদিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন,
“জনগণের টাকায় জনগণের উন্নয়নই আমার মূল লক্ষ্য। বৈদ্দ্যের বাজার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যেন সমানভাবে উন্নয়ন হয়, সেটাই আমি নিশ্চিত করতে চাই। উন্নয়ন শুধু শহরে নয়, গ্রামের প্রতিটি ঘরে পৌঁছে দিতে চাই।”

স্থানীয়রা জানান, চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউনিয়নের রাস্তা-ঘাট, স্যানিটেশন ও জনসেবামূলক কাজে দৃশ্যমান অগ্রগতি এসেছে। আগে অনেক রাস্তা কাঁচা ও চলাচলের অনুপযোগী থাকলেও এখন একের পর এক আরসিসি রাস্তা নির্মাণে সাধারণ মানুষের স্বস্তি ফিরেছে। বিশেষ করে বর্ষাকালে জলাবদ্ধতা ও দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে গেছে।

স্থানীয় প্রবীণ আনোয়ার হোসেন বলেন,
“আমরা বহুদিন ধরে এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলাম। চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব নেওয়ার পর আমাদের কথা রেখেছেন। তিনি সত্যিকারের জননেতা।”

এছাড়াও জানা যায়, চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ইউনিয়নের বিভিন্ন এলাকায় আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিয়েছেন। যার মধ্যে রাস্তা, ড্রেন, কালভার্ট ও আলোকায়ন প্রকল্প অন্যতম।

জনগণের প্রত্যাশা—এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন আগামী দিনগুলোতে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত হবে।

চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের স্লোগান
“উন্নয়নেই বিশ্বাস, কাজে প্রমাণ — চেয়ারম্যান হাজ্বী আব্দুল্লাহ আল মামুন।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট