
মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্দ্যের বাজার ইউনিয়নের হামছাদী কাঞ্চন নগর যুব সমাজের উদ্যোগে গ্রাম ভিত্তিক ‘প্রীতি নাইট ফুটবল ম্যাচ ২০২৫ (সিজন-১)’ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) রাতে।
খেলাটির মূল প্রতিপাদ্য ছিল — “খেলা ধরো, মাদক ছাড়ো, কলম ধরো জীবন গড়ো”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুবদলের আইকন নূরে ইয়াসিন নোবেল।
এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ আজিজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হামছাদী এলাকার গর্বিত সন্তান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন,
এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, যুবদল নেতা,
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, বাহাউদ্দিন, জিয়াউল, জসিম, আলী আহাম্মদ, আনোয়ার, গোলাম হায়দার রনি, হৃদয়, পারভেজ, ইসরাফীলসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রাণবন্ত খেলাটি উপভোগ করেন স্থানীয় শত শত দর্শক।
পরে যুবদল নেতা নূরে ইয়াসিন নোবেল একই ইউনিয়নের ধনপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হামছাদী প্রিমিয়ার লীগ খেলায়ও উপস্থিত হন।
তিনি উপস্থিত যুবকদের উদ্দেশ্যে বলেন—
যুবকরা আগামী দিনের রত্ন, দেশের নেতৃত্বে তারাই এগিয়ে আসবে। তাই আমি বলবো— মাদক ছাড়ো, খেলা ধরো, কলম ধরো, জীবন গড়ো।”
খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যা তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।