
মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের হামছাদী বালুর মাঠে শুক্রবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ডিগবার ফুটবল (সিজন-১)। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহ।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন (সালু)।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াসিন নোবেল।
সভাপতিত্ব করেন বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের সম্মানিত সদস্য দেলোয়ার হোসেন মেম্বার,
এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আজিজুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা,
সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ,
যুবদল নেতা শাহাদাত প্রধান,
বারদি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু,
স্বেচ্ছাসেবক দলের জিয়াউর রহমান,
সনমান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল ইসলাম,
এছাড়াও উপস্থিত ছিলেন সিদ্দিক মেম্বার, ফজলুল হক প্রধান, আবুল কালাম আজাদ, মোবারক হোসেন, মনির হোসেন ও রবিউল হাসান প্রমুখ।
খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান,
সাবেক আহবায়ক সদস্য, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
খেলাটি উপভোগ করেন এলাকার সর্বস্তরের মানুষসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াসিন নোবেল যুবকদের উদ্দেশ্য বলেন
“খেলাধুলাই তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার সেরা উপায়— খেলায় মনোযোগ দিন, জীবন হোক সুস্থ ও আলোকিত।” 🌿⚽