মোঃ মোক্তার হোসাইন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন ও সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াসিন নোবেলের নেতৃত্বে কাঁচপুর বালুর মাঠ থেকে গাড়িবহর নিয়ে বিশাল এই র্যালি শুরু হয়।
র্যালিটি মেঘনা নিউটাউন ঘুরে সোনালী ব্যাংক মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নূরে ইয়াসিন নোবেল বলেন,
“আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছি। আসন্ন নির্বাচনে দল যাকে মনোনয়ন দেওয়া হবে, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকেই বিজয়ী করব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন
“কিছু নামধারী বিএনপি নেতা বিশৃঙ্খলা সৃষ্টি করে সংগঠনকে দুর্বল করার চেষ্টা করছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন—সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম আশরাফ প্রধান, যুবদলের থানা যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, থানা যুবদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, পিরোজপুর ইউনিয়নের আহবায়ক মোরশেদ আলম, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি জিয়াউর রহমান, জামপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আপেল মাহমুদ, সনমান্দী ইউনিয়নের আহবায়ক শামীম মিয়া, কাঁচপুর যুবদলের আহবায়ক মতিউর রহমান মতি, হারুনুর রশীদ, হাবিবুর রহমান, গোলাম হায়দার রনি, মনির হোসেন সোহেল, হৃদয় হোসেন ও বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলুসহ অসংখ্য নেতাকর্মী।
রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত এই র্যালিতে উৎসবমুখর পরিবেশে প্রকম্পিত হয় পুরো সোনারগাঁ।