মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার নোয়াগাঁও ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। দুইটি ঘটনাই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে নোয়াগাঁ বিজয়নগরের নতুন সড়কের পাশে পরিত্যক্ত জায়গা থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তালতলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের নাম রিজওয়ান (২৫), তিনি বারদি ইউনিয়নের ভটেরপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে এবং পেশায় অটোরিকশা চালক।
ঘটনাস্থলে রিজওয়ানের অটোরিকশাটিও কিছু দূরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা রিজওয়ানকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অন্যদিকে, একই দিন দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় চৈতী কম্পোজিট গার্মেন্টসের পাশে থেকে আরেক যুবকের মরদেহ উদ্ধার করে কাচঁপুর হাইওয়ে পুলিশ। নিহতের নাম আব্দুস ছাত্তার (৩০)।
কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের দুটি ইউনিট পৃথকভাবে দুটি ঘটনার তদন্ত শুরু করেছে। একদিনে দুই যুবকের এমন মৃত্যুতে এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।