মোঃ মোক্তার হোসাইন মেঘনা(কুমিল্লা)
কুমিল্লা উত্তর জেলার মেঘনা উপজেলা বিএনপির নামে ভুয়া ও জালিয়াতিপূর্ণ কমিটি ঘোষণা করে বিতর্কে জড়িয়েছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। অভিযোগ উঠেছে, টাকার বিনিময়ে মিথ্যা কমিটি তৈরি করে তিনি তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। কেন্দ্রীয় বিএনপি দপ্তরে উপস্থিত হয়ে জেলা আহবায়ক ও সদস্য সচিব এক যৌথ বিবৃতি প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, গত ৩১ অক্টোবর ২০২৫ ইং, রাত ৮টার পর থেকে কিছু দায়িত্বহীন ব্যক্তি ফেসবুকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্যাড ব্যবহার করে ১৫৩ সদস্য বিশিষ্ট মেঘনা উপজেলা বিএনপির একটি তথাকথিত কার্যকরী কমিটি প্রচার করেছে। উক্ত কমিটিতে জেলা নেতাদের নামীয় সীল ও স্বাক্ষর জাল করে ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী বিবৃতিতে বলেন—
“আজহারুল হক শাহীন ও সাহাবউদ্দিনের নেতৃত্বে ঘোষিত তথাকথিত মেঘনা উপজেলা বিএনপির কমিটি অনুমোদিত নয়। কেউ যেন এই ভুয়া কমিটিকে সত্য ভেবে কোনো আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ বা বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত না হয়।”
তিনি আরও আহ্বান জানান
“সবাইকে বিভ্রান্তি থেকে দূরে থেকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করছি।”
এ ঘটনায় জেলা বিএনপি মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভুয়া কমিটি প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।