
মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কর্মরত স্যাটেলাইট টেলিভিশন সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন ‘সোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরাম’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে সোনারগাঁয়ে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিজয় টেলিভিশনের স্টাফ রিপোর্টার দ্বীন ইসলাম অনিক এবং সঞ্চালনা করেন এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি পনির ভূঁইয়া।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দ্বীন ইসলাম অনিক (বিজয় টিভি) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাজহারুল ইসলাম (আনন্দ টিভি)।
কমিটির অন্যান্য পদে রয়েছেন —
সিনিয়র সহ-সভাপতি: শেখ ফরিদ (৭১ টেলিভিশন)
সাংগঠনিক সম্পাদক: মোশারফ হোসেন খসরু (আর টিভি)
দপ্তর সম্পাদক: হাবিবুর রহমান (চ্যানেল এস)
কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক: শফিকুল ইসলাম (বাংলা টিভি)
কার্যকরী সদস্য: পনির ভূঁইয়া (এশিয়ান টেলিভিশন)
সদস্য: আক্তার হোসেন (নাগরিক টিভি)
সাধারণ সভায় বক্তারা বলেন, এই কমিটি সোনারগাঁয়ের সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং টেলিভিশন সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে।