মোঃ মোক্তার হোসাইন-নারায়ণগঞ্জ (সিদ্ধিরগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আজহারুল ইসলাম মান্নানের পক্ষে জোরদার নির্বাচনি প্রচারণা চলছে।
এরই অংশ হিসেবে বুধবার (১২ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালান সিদ্ধিরগঞ্জ জিয়া সৈনিক দলের সভাপতি মনির হোসেন সহসভাপতি সিরাজুল ইসলাম, সোনারগাঁ থানা যুবদলের অন্যতম আহবায়ক সদস্য আমিনুর রহমান, সোনারগাঁ থানা বৈদ্দ্যের বাজার ইউনিয়নের যুবদল নেতা কালাম হোসেন(জয়)
এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রচারণাকালে তারা সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান এবং আজহারুল ইসলাম মান্নানের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান। তারা বলেন, “ধানের শীষই জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। আজহারুল ইসলাম মান্নান জনগণের প্রার্থী—তিনি সব সময় মানুষের পাশে ছিলেন, আগামীতেও থাকবেন।”
নেতাকর্মীরা বিশ্বাস প্রকাশ করেন, ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে জনগণ বিএনপির পক্ষে রায় দেবে। এ সময় তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনেরও দাবি জানান।
স্থানীয় এলাকাবাসীর মাঝেও বিএনপি প্রার্থী মান্নানের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।