সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াসিন নোবেল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “দেশবিরোধী শক্তি কোনো প্রকার ষড়যন্ত্র করে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চাইলে, আমরা তা প্রতিহত করব। ১২ তারিখ সন্ধ্যা থেকে ১৩ তারিখ সারাদিন প্রিয় মাতৃভূমিকে পাহারা দিন। যেন কোনো অপশক্তি দেশের মানুষের জান-মালের ক্ষতি করতে না পারে।”
নূরে ইয়াসিন নোবেল আরও বলেন, “আওয়ামী লীগ জনগণের দল নয়, এটি দমন-নিপীড়নের প্রতীক। তারা যখনই কোণঠাসা হয়, তখনই নৈরাজ্য সৃষ্টি করে জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে চায়। কিন্তু বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে সেই অপচেষ্টা রুখে দেবে।”
এ সময় তিনি সকল নেতাকর্মী ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, “দেশ এখন চূড়ান্ত পরিবর্তনের দোরগোড়ায়—কোনো ভয়-ভীতি নয়, সত্য ও ন্যায়ের পথে থাকলেই বিজয় নিশ্চিত।”