মোঃ মোক্তার হোসাইন- সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আমান ইকোনোমিক জোন। শীতের তীব্রতা বাড়ায় মানবিক দায়িত্ববোধ থেকে প্রতি বছরের ন্যায় এবারও এই উদ্যোগ গ্রহণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নাদিরুজ্জামান উপ মহাব্যবস্থাপক (প্রশাসন)
আমান ইকোনোমিক জোন।
আমান ইকোনোমিক জোনের আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (সুমন) মহাব্যবস্থাপক
(অপারেশন) আমান ইকোনমিক জোন
মোঃ দেলোয়ার হোসেন উপ মহাব্যবস্থাপক (অপারেশন)
আমান ইকোনোমিক জোন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহিবুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং আমান ইকোনোমিক জোনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে। এ সময় শিল্পপ্রতিষ্ঠান ও সমাজের সামর্থ্যবানদের উচিত শীতার্তদের পাশে দাঁড়ানো। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমান ইকোনোমিক জোন নিয়মিতভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সভাপতির বক্তব্যে নাদিউজ্জামান বলেন, “মানবতার সেবায় কাজ করাই আমান ইকোনোমিক জোনের মূল লক্ষ্য। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই সামান্য উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
প্রধান অতিথির বক্তব্যে ওসি মুহিবুল্লাহ বলেন, সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগেই একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমান ইকোনোমিক জোনের এ উদ্যোগের প্রশংসা করেন।
কম্বল পেয়ে শীতার্তরা আনন্দ প্রকাশ করেন এবং আমান ইকোনোমিক জোনের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, শীতের এই সময়ে পাওয়া সহায়তা তাদের জন্য অনেক বড় উপকারে এসেছে।