1. live@amadernotundesh.com : আমাদের নতুন দেশ : আমাদের নতুন দেশ
  2. info@www.amadernotundesh.com : আমাদের নতুন দেশ :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া অনুষ্ঠিত সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রিতে ভোক্তার জরিমানা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এক সপ্তাহে চারটি আরসিসি রাস্তার কাজ সম্পন্ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এক সপ্তাহে চারটি আরসিসি রাস্তার কাজ সম্পন্ন কাঁচপুর সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুই ট্রাক চালকের করুণ মৃত্যু সোনারগাঁয়ে দুর্গাপূজায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের অর্থ সহায়তা সোনারগাঁয়ে শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে উপহার সামগ্রী প্রদান সোনারগাঁয়ে ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আল মোস্তফা গ্রুপের দখলবাজি: নদী-বসতভিটা গিলে খাচ্ছে.বালু ভরাটের মহাযজ্ঞ সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নে রাস্তার আরসিসি কাজের উদ্বোধন সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

মোঃ হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাচানী গ্রামে বজ্রপাতে সিরাজ মিয়া (৫০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাচানী গ্রামের মাঠে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজ মিয়া ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মূলত কৃষিকাজের ওপর নির্ভরশীল ছিলেন এবং স্থানীয়ভাবে পরিশ্রমী কৃষক হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে নিজ গ্রামের মাঠে সবজি তুলছিলেন সিরাজ মিয়া। হঠাৎ করে আকাশ মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ঝড়-বৃষ্টি। এক পর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে সিরাজ মিয়া নামের এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে হঠাৎ এ মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামবাসীরা বলেন, প্রতিদিনের মতো মাঠে কাজ করতে গিয়েছিলেন সিরাজ মিয়া। এমন অঘটনে পরিবারের ওপর নেমে এসেছে গভীর দুঃখ-ভারাক্রান্ত পরিস্থিতি।

উল্লেখ্য, বর্ষাকালীন সময়ে বজ্রপাতের ঘটনা বেড়ে যায় এবং প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে থাকে। প্রশাসন ও বিশেষজ্ঞরা কৃষকসহ সাধারণ মানুষকে বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ না করার পরামর্শ দিয়ে আসছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট